রবিবার মুকুন্দপুরের হেলেন কেলার ডেফ অ্যান্ড ডাম্ব ইনস্টিটিউটের সামনে তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মী-সমর্থকরা। সে সময় অনুপম ও তাঁর অনুগামীরা পিনাকী দেব নামে এক জনকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এলাকায় তৃণমূলের স্থায়ী কর্মী হিসাবে পরিচিত পিনাকীকে মারধোর করার জন্য এবং সঙ্গে অস্ত্র রাখার জন্য অস্ত্র আইনে অভিযুক্ত হলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷
কিন্তু না, এখানেই থেমে থাকেননি অনুপমের অনুগামীরা। তাঁদের কয়েক জন রবিশঙ্কর চক্রবর্তী নামে অন্য এক জনকে রিভলভারের বাট দিয়েও মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনায় অনুপম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মারধর, জোর করে আটকে রাখা, হুমকি ও ঘটনাস্থলে থেকে অপরাধে উৎসাহদানের পাশাপাশি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে৷