ভারতের জাতীয় টেবিল টেনিস দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার বাসিন্দা হীরক বাগচী। তিনি জাতীয় টেবিল টেনিস দলের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক বরুণ কুমার বাগচী ও মা অপর্ণা বাগচী ছেলের এহেন দায়িত্বপালনের জন্য গর্বিত। হীরকবাবু বলেন, “ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়ারদের সাফল্য আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। তাই সেই জাতীয় দলের সঙ্গে নিজে এমন দায়িত্বশীল কাজ করতে পারায় ভালো লাগে”।
হীরকবাবু দু’দিনের ছুটিতে জলপাইগুড়িতে নিজের বাড়ি এসেছেন। এরপর তিনি যাবেন পাঞ্জাবের পাতিয়ালায়। সেখান থেকে জাতীয় দলের সঙ্গে তিনি নিজের কাজ করে যাবেন। ২০১৪ সালে হীরকবাবু প্রথম জাতীয় টেবিল টেনিস দলের হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সবকিছু ঠিক থাকলে ২০২০ টোকিওতে আয়োজিত অলিম্পিক গেমসেও তিনি জাতীয় দলের সঙ্গে যেতে পারেন।