পেশায় তিনি কারাকর্ত্রী, কিন্তু কর্মস্থল থেকে বেশি রাতের ফোন বরদাস্ত করবেন না। আর তাই কেরালা পুলিশের ডিরেক্টর জেনারেল আর শ্রীলেখা সার্কুলার জারি করে জানিয়ে দিলেন যে বেশি রাতে তাঁকে ফোন করা যাবে না। এমনকি কোন কোন বিষয়ে তাঁকে বিরক্ত করা যাবে না তার একটা তালিকা বানিয়ে দিয়েছেন অধস্তন কর্মচারীদের। এই তালিকায় রয়েছে বন্দি পালানো বা কোনও বন্দির মৃত্যুর মতো গুরুতর বিষয়ও।
রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া কেরালার প্রথম আইপিএস অফিসার আর শ্রীলেখা শুধু সার্কুলার জারিই নয়, যে কর্মীরা তাঁকে বেশি রাতে ফোন করতেন, তাঁদেরও ট্রেনিং সেন্টারে ট্রান্সফার করিয়ে দেন তিনি। এই প্রথম নয়, এর আগেও দুবার এই বিষয়ে রাতে অধস্তন কর্মীরা যাতে ফোন না করেন তার জন্য সার্কুলার জারি করেছিলেন। অধস্তন কর্মচারীদের ছোট ছোট বিষয়ে নিরন্তর ফোনে অতিষ্ঠ হয়েই সার্কুলার জারি করতে একপ্রকার বাধ্যই হন তিনি। কিন্তু কাজ না হওয়ায় তৃতীয়বার সার্কুলার জারি করলেন আর শ্রীলেখা। জেলের মধ্যে আইন-শৃঙ্খলার সমস্যা বা কোনও বন্দি পালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও রাতে ফোনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।