সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। ২৩ মে জানা যাবে এর ফলাফল। আর তারমধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধীর প্রশংসা করল বিজেপির সবচেয়ে পুরানো জোটশরিক শিবসেনা। দলের মুখপাত্র ‘সামনা’-য় বলা হয়েছে যে রাহুল ও তাঁর বোন তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীও যথেষ্ট পরিশ্রম করেছেন।
রাহুল ও প্রিয়ঙ্কার প্রশংসা করে বলা হয়েছে, তাঁরা যেমন কঠোর পরিশ্রম করেছেন, লোকসভায় নিশ্চয় শক্তিশালী বিরোধী দল হয়ে উঠতে পারবেন। এরপর বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়েছে, ২০১৪ সালে রাহুল বিরোধী নেতা হওয়ার মতো আসন পাননি। এবার লোকসভায় কংগ্রেসের তরফে তিনি হবেন বিরোধী দলনেতা। এটা নিশ্চয় রাহুলের সাফল্য।
নির্বাচনের ফলাফল ঘোষণা হতে এখনও একদিন বাকি। আর তার মধ্যেই বিজেপি অন্যতম শরিক শিব সেনার গলায় উল্টো সুর। যা কিছুটা হলেও ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।