সপ্তমদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে। তবে দেশজুড়ে ভোট-উত্তর হিংসার পরিবেশ অব্যাহত। এইবার সেই হিংসার আবহাওয়া ছড়িয়ে পড়ল অরুণাচল প্রদেশে। এখানকার তিরাপে জঙ্গি হানায় নিহত হলেন সাত জন। তাঁদের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপল’স পার্টির বিধায়ক টিরং আবোহ।
মঙ্গলবার নিজস্ব টুইটার হ্যান্ডেলে এই শোক সংবাদের সত্যতা স্বীকার করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নিহত দলীয় বিধায়ক ও তাঁর পরিবারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন সাংমা। তাঁর কথায়, ‘অরুণাচল প্রদেশের দলীয় বিধায়ক টিরং আবোহ এবং তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে স্তম্ভিত ও শোকস্তব্ধ এনপিপি। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রীর দফতরকে হত্যাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানাচ্ছি।’
প্রসঙ্গত, মঙ্গলবার তিরাপ জেলার বোগাপানি অঞ্চলে বিধায়কের গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। গুলি করে মারা হয় গাড়ির আরোহী তাঁর পরিবারের ছয় সদস্যকে। তারপের গাড়িটিও জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। মনে করা হচ্ছে, ঘটনার পিছনে রয়েছে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (এনএসসিএন) গোষ্ঠীর হাত।