লোকসভা ভোটের ফলপ্রকাশের ঠিক ২ দিন আগে গুলি চলল খড়গপুরে। ভরদুপুরে খড়গপুর আইআইটি ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে শহরের প্রেমবাজার এলাকায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, খুব কাছ থেকে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালিয়েছে পরিচিত কেউই। আততায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে কেন গুলি চলল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
জানা গিয়েছে, মৃতের নাম সুদীপ্ত কর। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে খড়গপুর শহরের প্রেমবাজারে এলাকায় ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর গলায় গুলি লেগেছিল। গুলিবিদ্ধ অবস্থায় যেখানে সুদীপ্ত পড়েছিলেন, তার ঠিক উলটো দিকেই আইআইটি ক্যাম্পাস। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারাই। কিন্তু শেষরক্ষা হয়নি।
সুদীপ্তর শ্বশুরবাড়ি দাঁতনে। মৃতের শ্যালক সুমন প্রধান জানিয়েছেন, গত শনিবার শ্বশুরবাড়িতে এসেছিলেন সুদীপ্ত। মঙ্গলবার সকালে খড়গপুর যাবেন বলে বাড়ি থেকে বেরোন তিনি। দুপুরে খবর আসে, খড়গপুরে দুর্ঘটনায় আহত হয়েছেন সুদীপ্ত। জামাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে যখন খড়গপুরে আসেন শ্বশুরবাড়ির লোকেরা, ততক্ষণে মারা গিয়েছেন তিনি।
এদিকে আগামী বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল ঘোষণা। তার ঠিক দু’দিন আগে ভরদুপুরে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়গপুরে।