২০১৯ লোকসভা নির্বাচনে গোটা বাংলার মধ্যে সন্ত্রাসের কেন্দ্রবিন্দুতে রইলো ভাটপাড়া। উপনির্বাচন ঘিরে এখানে ঝামেলা যেই পরিস্থিতিতে গিয়েছে, তত ঝামেলা গোটা লোকসভা ভোটে বাংলার কোথাও হয়নি। নিত্যদিন ট্রেন অবরোধ, বোমাবাজি, গুলির আওয়াজে গোটা এলাকা এখনও আতঙ্কে কাঁপছে। ঘরবন্দি হয়ে রয়েছেন বহু মানুষ।
আর এই অশান্ত পরিস্থিতির অবসান ঘটাতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে গ্রেপ্তারও করা হতে পারে। সূত্রের খবর, নবান্ন থেকে এমনটাই নির্দেশ গিয়েছে।
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এবারের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ছেলে পবন সিংহ। আর তৃণমূলের প্রার্থী হয়েছেন মদন মিত্র। রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, নিজের ছেলেকে জেতাতে এমন অশান্তির বাতাবরণ তৈরি করেছেন অর্জুন। যদিও তিনি তা অস্বীকার করে পুরো দোষটাই চাপিয়েছেন তৃণমূলের ওপর।
উল্লেখ্য, সোমবারই ভাটপাড়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে। পরিস্থিতি বিচার করে ইতিমধ্যেই সিইও-র কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিবেক দুবে। এরপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে তারা।