বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সপা প্রধান অখিলেশ যাদব, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী থেকে কংগ্রেস নেতা শশী থারুর, বিরোধীরা সকলেই একযোগে উড়িয়ে দিয়েছেন বিজেপির একাধিক ‘পেইড’ মিডিয়ার বুথ ফেরত সমীক্ষাকে। এবার এ নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহাও। এগজিট পোলের কোনও ‘বিশ্বাসযোগ্যতা নেই’ বলে সাফ জানিয়ে দিলেন বিহারিবাবু। তাঁর মতে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এক্সিট পোল সমীক্ষা প্রচার করা হয়েছে। শেয়ার বাজার চাঙ্গা করতেও এই কৌশল নেওয়া হতে পারে। এর কোনও বিশ্বাসযোগ্যতা নেই।’
বিহারের পাটনা সাহিব কেন্দ্র থেকে পুনর্নির্বাচনের লক্ষ্যে দাঁড়ানো কংগ্রেস প্রার্থীর মতে, ‘মানুষের নজর ঘোরাতেই এই সমীক্ষা প্রচার। কত জন ভোটারের উপর সমীক্ষা চালানো হয়েছে এবং কোন এজেন্সি সমীক্ষা করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ওরা নিজেদের পরাজয় বুঝতে পেরেই জনগণের দৃষ্টি বিভ্রান্ত করার খেলায় নেমেছে।’ তাঁর দাবি, ‘বেশির ভাগ টিভি চ্যানেল যারা এগজিট পোল সম্প্রচার করেছে, তারা রাগ দরবারির জন্য বিখ্যাত। গোড়া থেকেই ওরা সরকারের জন্য গান গাইছে। ওদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই।’ বিহারিবাবুর দাবি, আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হলেই এগজিট পোলের অসারতা প্রমাণিত হবে।