লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর আগেই ইভিএম কারচুপির আতঙ্কে ত্রস্ত দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। আজ রাতেই বদলে দেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের তথ্য, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই অভিযোগ করলেন দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা।
অন্য দিকে বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুলে গাজিপুরে অবস্থান বিক্ষোভে বসেছেন সেই কেন্দ্রের জোটপ্রার্থী এবং বহুজন সমাজ পার্টির নেতা আফজল আনসারি।
সাত দফার লোকসভা নির্বাচনের ভোটপর্ব মিটতেই ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে এককাট্টা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই বিতর্কে ইন্ধন জোগালো উত্তরপ্রদেশের চান্দৌলিতে একটি গণনাকেন্দ্রে ট্রাকে করে ইভিএম নামানোর ভিডিও ফুটেজ সামনে আসায়। ভিডিওতে দেখা গেছে, গণনাকেন্দ্রের মধ্যেই একটি ঘরে ট্রাকে করে ইভিএম নামানো হচ্ছে। শুধু তাই নয়, নির্বাচনের দু’দিন পর কেন গণনাকেন্দ্রে ইভিএম ঢোকানো হচ্ছে, সেই প্রশ্নই কমিশনের কাছে রেখেছে সমাজবাদী পার্টি কর্মীরা।
ভিডিও ফুটেজ সামনে আসার পর বিপাকে পড়েছে সেখানকার প্রশাসন। বহুজন সমাজ পার্টির অভিযোগ, একটি ভোটগণনা কেন্দ্র থেকে ট্রাকে করে ইভিএম বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। এর পরই ওই গণনাকেন্দ্রের বাইরে ধর্নায় বসেন কেন্দ্রের জোটপ্রার্থী এবং বহুজন সমাজ পার্টির নেতা আফজল আনসারি। জেলাশাসক ভোটগণনা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর ধর্না তোলেন তিনি।