সদ্য শেষ হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনেই দেশজুড়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কোথাও ইভিএম কারচুপি, ছাপ্পা ভোট আবার কোথাও ইভিএম খারাপ। প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। এই বিতর্কের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কমিশনের সদস্য বেছে নেওয়ার পদ্ধতিতে বদল আনার পক্ষে জোর সওয়াল করেছেন।
সোমবার দিল্লিতে এক বইপ্রকাশ অনুষ্ঠানে প্রণব বলেন, ‘এই নির্বাচনগুলিতে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে নানা সংশয় দেখা দিচ্ছে। কমিশনের সদস্যদের বেছে নেওয়ার ক্ষেত্রে চলতি পদ্ধতির পরিবর্তন প্রয়োজন। এ ক্ষেত্রে নানা মত থাকতে পারে।’
এই প্রসঙ্গে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের প্রসঙ্গ তোলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি মনে করিয়ে দেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অতীতে সরকার যে ক্ষমতা ভোগ করত, এখন তা আর নেই। বর্তমানে কেন্দ্রীয় সরকার খাতায় কলমে বিচারতিদের নিয়োগ করলেও মূল বিষয়টি ভূমিকা পালন করে বিচারপতিদের কলিজিয়াম। কিন্তু, প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা প্রত্যেককেই সরকার নিয়োগ করেছে। এক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তন আসা প্রয়োজন বলে মনে করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আর তাতেই কমিশনারের ভূমিকার পক্ষপাতিত্বতা নিয়েও সংশয়ের প্রশ্নকে নতুন করে উস্কে দিল বলে মনে করছেন জাতীয় রাজনৈতিক মহল।