ভোট পুজো শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু ফলাফলের। দিল্লীর সিংহাসন দখল কে করবে সেটাই জানা বাকি। আর তার মধ্যেই আবার বিস্ফোরক কমলনাথ। সাত দফা ভোট শেষে চলছে বিভিন্ন বৈঠক, চলছে জোট নিয়ে নানা সমীকরণ৷ আর এরই মধ্যে নিজের দলের কর্মী সমর্থক, বিধায়ক সাংসদদের নিয়ে বক্তব্য পেশ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ৷
তাঁর কথায় উঠে এসেছে এই প্রসঙ্গ। তিনি বলেন যে কংগ্রেসের বিধায়কদের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে৷ কমপক্ষে ১০ বিধায়ক তাঁকে জানিয়েছেন যে, তাঁদের কাছে ফোন কলস আসছে,এবং তাদের টাকা থেকে শুরু করে অন্য দলে গুরুত্বপূর্ণ পদের প্রলোভনও দেওয়া হচ্ছে৷
এর আগে গতকাল কমল নাথ ঘোষণা করেছিলেন যে তিনি ফ্লোন টেস্টের জন্য প্রস্তুত৷ তিনি এও বলেন, প্রথম দিন থেকে (বিজেপি) তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু গত পাঁচ মাসে কংগ্রেস চার বার তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে৷ তাঁরা যদি আবার প্রমাণ চায় তাতে কংগ্রেসের কোনও সমস্যা নেই৷ যাতে তাদের স্বরূপ প্রকাশ না পেয়ে যায় তার জন্য ভোপালের বর্তমান সরকারকে সমস্যায় ফেলার জন্য সবরকম চেষ্টা তারা করে চলেছে৷ কিন্তু কংগ্রেস ফের ফ্লোর টেস্টের জন্য যে প্রস্তুত তা একপ্রকার সস্পষ্ট করে দিয়েছেন কমলনাথ৷ ২৩ মে ফলাফলের আগে কমলনাথের বিস্ফোরক অভিযোগ নতুন মাত্রা যোগ করল জাতীয় রাজনীতিতে।