বিজেপি দাবি করেছিল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাই আস্থা ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের কাছে চিঠি লিখেছিল মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব।
বিরোধীদের এই অনৈতিক দাবির বিরোধিতা না করে এককথায় গান্ধীগিরি দেখালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি বলেছেন, “বিজেপির দাবি মতো আস্থাভোটে প্রস্তুত রাজ্যের কংগ্রেস সরকার। গত পাঁচ মাসে পরপর নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছি আমরা। তাই বিজেপির দাবি মতো আস্থাভোটে যেতে বিন্দুমাত্র চিন্তিত নই।”
কমলনাথ আরও অভিযোগ করেছেন, বিজেপির এই দাবি নতুন নয়। যেদিন থেকে মধ্যপ্রদেশে সরকার গঠন করেছে কংগ্রেস, সেইসময় থেকেই তাঁরা এই দাবি জানিয়ে চলেছেন। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর সেই দাবি আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। নইলে এই দাবির নতুন কোনও কারণ তিনি দেখতে পাচ্ছেন না।
মধ্যপ্রদেশে কংগ্রেস যে সরকার গঠন করেছে, সেটা কোনোমতেই মেনে নিতে পারছে না বিজেপি। সেকারণেই প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে তারা। এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস নেতৃত্বরা।