“দেহরক্ষী নন, বরং প্রধানমন্ত্রী স্বয়ং আমায় খুন করতে চান” – কেজরীওয়াল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। বললেন, “দেহরক্ষী নন, বরং প্রধানমন্ত্রী স্বয়ং আমায় খুন করতে চান।”
দেহরক্ষী মোতায়েন থাকা সত্ত্বেও একাধিকবার আক্রান্ত হয়েছেন কেজরীওয়াল। সেই নিয়ে দিনকয়েক আগে একটি টিভি চ্যানেলে ক্ষোভ উগরে দেন তিনি। প্রাণ সংশয় রয়েছে বলে আশঙ্কাও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “ইন্দিরা গাঁধীর মতো দেহরক্ষীকে দিয়ে খুন করা হতে পারে আমাকে।” কে বা কারা তাঁকে খুন করাতে পারে, তা জানতে চাইলে বলেন, “বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য আমাকে মেরে ফেলতে পারে। এক দিন ওরাই আমাকে খুন করবে।”
কেজরীওয়ালের এমন মন্তব্য ঘিরে হইচই শুরু হলে ট্যুইটারে তাঁকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গয়াল। তিনি লেখেন, “দেহরক্ষীকে সন্দেহ করে অযথা দিল্লি পুলিশকে বদনাম করছেন কেজরীওয়াল। নিজের পছন্দের দেহরক্ষী বেছে নিতেই পারেন উনি। এ ব্যাপারে কোনও সাহায্য লাগলে বলবেন। আপনার দীর্ঘজীবন কামনা করি।”
সোমবার ট্যুইটারে সেই কটাক্ষের জবাব দেন কেজরীওয়াল। বিজয় গোয়েলের উদ্দেশ্যে লেখেন, “বিজয়জি, দেহরক্ষী নন, আমাকে খুন করাতে চান মোদীজি।”
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেজরীওয়ালের এমন মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে দিল্লী পুলিশের কাছে কেজরীওয়ালের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে পুলিশকে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে তারা।