বিশ্বকাপ খেলতে যাওয়ার দু’দিনমাত্র আগে তিনি মহেন্দ্র সিং ধোনি নিজের সম্পর্কে এমন একটা কথা ফাঁস করলেন যার সম্পর্কে ধোনি ভক্তেরা বিন্দুমাত্র কিছু জানতেন না ধোনির শৈশব থেকে এত বছর ধরে একটা স্বপ্নকে গোপনে রেখেছেন। ধোনি নিজেই জানালেন এবার তাঁর স্বপ্ন পুরণের পালা। একইসঙ্গে ধোনি একটা ভীষণ তাৎপর্যপূর্ণ ইঙ্গিতও দিয়েছেন ৩৭ বছর বয়সে কেরিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাওয়ার মাত্র আটচল্লিশ ঘণ্টা আগে। স্বয়ং তাঁর বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেটজীবন থেকে অবসরের ইঙ্গিত! আইসিসি টি-টোয়েন্টি আর ওয়ান ডে দু’টো ফরম্যাটেই বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির উপরোক্ত সম্পূর্ণ অপ্রত্যাশিত বিষয় জোড়া নিয়ে নিজেরই বিবৃতি দেওয়া একটা ভিডিও তাঁর ইনস্টাগ্রামে সোমবার প্রকাশ্য হওয়ামাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ধোনি বলেছেন, “আমি নিজের গোপন একটা বিষয় আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই। খুব ছোটবেলা থেকে আমি সব সময় একজন চিত্রকর হতে চেয়েছিলাম। স্বপ্ন ছিল আর্টিস্ট হব, পেন্টিং করব। যাই হোক, আমি প্রচুর ক্রিকেট খেলেছি। সে জন্য আমি ঠিক করেছি, এ বার আমার সময় এসেছে সেই কাজে হাত দেওয়া যেটা আমি করতে চেয়েছিলাম। তাই কয়েকটা পেন্টিং করে ফেললাম”। আর এই ভিডিও মাহি ভক্তদের ভাবাচ্ছে।
শুধু তাই নয়, সঙ্গে একটা ছবিও দেখা যাচ্ছে ওই ভিডিওতে একটা সুন্দর পেন্টিং হাতে দাঁড়িয়ে রয়েছেন এমএসডি! পরের ফ্রেমে দেখা যাচ্ছে ধোনির আঁকা ওরকম আরও কয়েকটা ছবি। যেগুলো তিনি কেমন এঁকেছেন তা নিয়ে অন্য চিত্রকরদের থেকে পরামর্শও চেয়েছেন ধোনি। পরক্ষণে ধোনিই ভিডিওতে বলেছেন, ওই ছবিগুলোর মধ্যে কোনটা তাঁর নিজের সবচেয়ে বেশি পছন্দের ছবিটা স্বয়ং ধোনিরই, একটা হাতে ব্যাট উঁচুতে ধরে আছেন। মহেন্দ্র সিং ধোনির আঁকা ‘সেল্ফ পোট্রেট’!
সোশ্যাল মিডিয়ায় যা মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়। ধোনির লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে যা টুইটারে দিনভর চালাচালি হয় ‘হ্যাশট্যাগহোয়াইধোনিহোয়াই’ শীর্ষকে। ধোনি জানিয়েছেন, “আমি বিশ্বাস করি, স্টাইল হল একজন মানুষের ব্যক্তিত্ব, তার মানসিকতার প্রকাশ, সেই লোকটারই ব্যক্তিত্বের প্রসার। আমার স্টাইল হল স্বাভাবিকতা। সাধারণত্ব। যা বহু বছর ধরে প্রকাশ পেয়ে আসছে। আসলে আমি খুব অল্পে নিজেকে প্রকাশ করে থাকি। পছন্দ করি অল্প কথায় বেশি বোঝাতে।”