গতকাল ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচনের প্রথম থেকেই গন্ডগোল সৃষ্টি করতে চেয়েছে গেরুয়া শিবির। দফায় দফায় কাল উত্তপ্ত হয়েছে কাকিনাড়া-সহ ভাটপাড়ার বিভিন্ন এলাকা। বোমাবাজি, গুলি কোনওকিছুই বাদ দেয়নি বিজেপি আশ্রিৎ দুষ্কৃতীরা। কিন্তু ভোট মিটলেও মেটেনি সন্ত্রাস। আজ ফের বিজেপির কর্মীরা গন্ডগোল করে কাকিনাড়ায়, এর জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। ভোট শেষেও ভাটপাড়ায় হিংসা অব্যাহত রেখেছে অর্জুন সিং৷ এই অভিযোগে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ভাটপাড়া উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী মদন মিত্র।
ভোটের পরদিনও শান্তি ফেরেনি কাঁকিনাড়া-সহ একাধিক এলাকায়। রবিবার সারারাত এবং সোমবার সকালেও সেখানে হয় বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে উঠেছে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। এলাকায় মোতায়েন রয়েছে ব়্যাফ। রবিবার ভোটপর্ব চলাকালীন কাঁটাপুকুর এলাকায় মুড়ি-মুড়কির মত বোমাবাজি চলে। বিজেপি বহিরাগতদের এলাকায় নিয়ে এসে সন্ত্রাস তৈরি করে। অভিযোগ, ওইদিন রাতে চালতা রোড এলাকায় দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি ও সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এমনকী ওই দুষ্কৃতীরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুনও ধরিয়ে দেয়।
আজ সিইও দফতরে গিয়ে নিজের অভিযোগপত্র জমা দেন মদন মিত্র৷ জানান, অর্জুন সিংয়ের মদতেই রণক্ষেত্র হয়ে উঠেছে ভাটপাড়া৷ এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক৷ নির্বাচনের আগের দিন রাত থেকেই গোটা এলাকায় আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তাণ্ডব চালাচ্ছে তাঁর ব বাহিনী৷ খুনের উদ্দেশ্যেই ভোটের দিন তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ করেন মদন মিত্র৷