লোকসভা নির্বাচন শেষ কিন্তু আজও চলছে এই রাজ্যে ভোটগ্রহণ। আজ নওদা ও কান্দিতে চলছে উপনির্বাচন। সন্ত্রাস ঠেকাতে সব বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ তবে সকাল থেকে অশান্তি চোখে পড়েনি। বেশ শান্তিপূর্ণভাবেই চলেছে ভোটগ্রহণ। এই দুই কেন্দ্রে বিধায়কদের দলবদলে উপনির্বাচন করা হয়েছে।
নওদার বিধায়ক আবু তাহের খান কংগ্রেস ত্যাগ করে রাজ্যের শাসক দলে যোগদান করেন। তিনি এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। প্রার্থী হওয়ার আগে আবু তাহের খান বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বিধায়ক ইস্তফা দেওয়ায় এই আসনটি বর্তমানে ফাঁকা ছিলো।
২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী আবু তাহের খান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ করিমকে ১৯ হাজার ২৬২ ভোটে পরাজিত করে বিধায়ক পদ গ্রহণ করেছিলেন৷
এবারের উপনির্বাচনে নওদা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন সাহিনা মমতাজ। সেখানে কংগ্রেস প্রার্থী সুনীল মন্ডল, বিজেপি প্রার্থী অনুপম মন্ডল, আরএসপি এর প্রার্থী সিরাজুল ইসলাম মণ্ডল ৷
এদিকে কান্দির পূর্ববর্তী কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন৷ লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তিনি ৷ ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শান্তনু সেনকে ২০৭৮০ ভোটে হারান৷
এবারের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছে বিজেপির সনৎ মণ্ডল। এছাড়াও এখানকার বাম মনোনীত সিপিআই প্রার্থী দেবজ্যোতি রায়, তৃণমূল প্রার্থী গৌতম রায় ও কংগ্রেস প্রার্থী হয়েছেন সফিউল আলম খান।