রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। এই দুজনের ম্যাচ মানেই গ্যালারিতে উত্তেজনা ভরপুর। কোর্টের দু’প্রান্তে অ্যাড্রিনালিনের ফোয়ারা। যা গ্যালারিতেও ছড়িয়ে যায় মুহূর্তে। এই গ্যালারিকে মাতিয়েই ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল ফিরলেন স্বকীয় মেজাজে।
রোম মাস্টার্সের ফাইনালে রাফায়েল নাদাল ৬-০, ৪-৬, ৬-১ হারালেন নোভাক জকোভিচকে। এই নিয়ে রোমে নাদালের ৯টি খেতাব জেতা হয়ে গেল। আজকের ম্যাচে ফের তাঁকে মনে হল ‘কিং অফ ক্লে’ এবং ১২তম ফরাসি ওপেন খেতাব জেতার অন্যতম দাবিদারও হয়ে গেলেন নাদাল।
নাদাল – ফেডেরার টক্করে থাকতে পারে চিরন্তন টেনিস মাদকতা। কিন্তু নাদাল বনাম জোকারের টক্কর কম কিছু নয়। টেনিসের সর্বকালের সবচেয়ে লম্বা প্রতিদ্বন্দ্বিতা এই দু’জনের মধ্যেই।
দুই টেনিস কিংবদন্তির শেষবারের সাক্ষাতে ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নাদাল গোটা ম্যাচে একটাও ব্রেকপয়েন্ট পাননি জকোভিচের বিরুদ্ধে। সেই মহাপ্রতিপক্ষের বিরুদ্ধে এদিন একটা সেট হারলেও দুটো ছিনিয়ে নেন ১২ টার মধ্যে মাত্র একটা গেম খুইয়ে। রোম মাস্টার্সের ফাইনালে নাদাল ও জকোভিচ নিজেদের মধ্যে খেললেন ৫৪তম ম্যাচ। জকোভিচের জয় ২৮, নাদালের ২৬।
সবমিলিয়ে ক্লে কোর্টে রাফার শ্রেষ্ঠত্ব একেবারে সঠিক সময়ে ফের প্রতিষ্ঠিত এবং সেটি ফরাসি ওপেন শুরুর ঠিক এক সপ্তাহ আগে।