অভিনয় থেকে রাজনীতিতে আসা কমল হাসান, নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী’ বলায় বিতর্কের মুখে পড়লেন। আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তবে আপাতত কমল হাসানকে গ্রেফতার করা যাবে না, সোমবার এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। কমল হাসানের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি এবং তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে। সুলুরে কমল হাসানের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন।
মাক্কাল নিধি মইয়মের প্রধান কমল হাসান সপ্তাহখানেক আগে তমিলনাড়ুর আরাভাকুরিচিকে নির্বাচনী প্রচারের সময় গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী’ বলেন। কমল হাসান সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর উদ্দেশ্য উস্কানিমূলক কথা বলেছেন বলে অভিযোগ করা হয়। তাঁর বিরুদ্ধে ৭৬টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে প্রশাসন।