ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ভোট সমীক্ষা। তাতে দেখা যাচ্ছে ক্ষমতায় ফিরছে মোদী সরকারই। অধিকাংশ সংবাদমাধ্যমই বিজেপির পক্ষেই সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন। বলা হচ্ছে এনডিএ এবার পেতে চলেছে ৩০২টি আসন। আর ইউপিএ ১১৮টি।
অনেকে আবার এনডিএ–কে ৩৫০–র বেশি আসন দিয়েছে। এই নিয়ে বিজেপি মহলে উচ্ছ্বাসের শেষ নেই। কিন্তু কিছুতেই যেন এই উচ্ছ্বাসে সামিল হতে পারছে না বিজেপি শরিক এডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী দাবি করেছেন, ‘এগজিট পোল মিথ্যে বলছে’।
এগজিট পোলে দেখানো হয়েছে তামিলনাড়ুতে বেশি আসন পেতে চলেছে ডিএমকে। তামিলনাড়ুর ৩৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ডিএমকে পেতে চলেছে ৩৪টি। এডিএমকে আর বিজেপি মিলিত ভাবে ১১টি আসন পাবে।
২০১৪ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুতে ৩৭টি আসন পেয়েছিল এডিএমকে। সেসময় জয়ললিতা জীবিত ছিলেন। জয়ার মৃত্যুর পর এডিএমকের ভাঙন দলকে দুর্বল করেছে তাতে কোনও সন্দেহ নেই। এই ধাক্কাই ভোটে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনীতিকরা। সেকারণেই এগজিট পোলের এই ফলাফল কিছুতেই মেনে নিতে রাজি নন পালানিস্বামী।