গতকাল শেষ হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। নির্বাচনের সময় শেষ হতেই বিভিন্ন সংবাদমাধ্যমে এক্সিট পোল দেখানো শুরু হয়েছে যেখানে দেখানো হচ্ছে ফের কেন্দ্রের ক্ষমতায় আসছে বিজেপি। এই মতামতকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে কংগ্রেস নেতা রাজ বব্বর জানালেন, মানুষ তাদের মনের কথা ২৩ মে’ই বলবে।
রাজ কার্যত উড়িয়ে দিয়েছেন এক্সিট পোলের এই ফলাফলকে। তিনি জানাচ্ছেন কোনও মতেই মোদী আর ক্ষমতায় আসছেন না। প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ অনুষ্ঠান নিয়েও বিতর্কের শেষ নেই। সেই নিয়েও মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি রাজ বব্বর। বলেন, ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, মানুষ তাদের আসল ‘মন কী বাত’ প্রধানমন্ত্রীকে শোনাবেই। মানুষের বিচার যা হবে তাতে দেখা যাবে কেন্দ্র থেকে বিজেপি সরে গিয়েছে। শুধুমাত্র ২৩ তারিখ ভোর পর্যন্তই বিজেপি ক্ষমতায় থাকবে।
বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাজ বব্বর দাবি করেছেন, হ্যাঁ, এটি সত্যি যে কেন্দ্রে বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীই ক্ষমতায় থাকবেন! কিন্তু সেটি ২৩ মে ভোর ৬টা পর্যন্ত। গণনার পর বিকেল ৬টায় তাদের বিদায় ঘটবে। রাজের মতে, এক্সিট পোল সংবাদমাধ্যম দেখায়, কিন্তু মানুষের মনে আদতে কী রয়েছে তা একমাত্র ২৩ তারিখেই জানা যাবে।