লোকসভা নির্বাচনের সপ্তমী শেষ হয়েছে গতকাল। তারপর থেকেই সব গণমাধ্যমেই উঠে আসছে এক্সিট পোলের রিপোর্ট। সেখান থেকেই তৈরি হচ্ছে বিভ্রান্তি। সেই রিপোর্ট সামনে আসতেই চুলচেরা বিশ্লেষণে নেমেছেন বিরোধীরা। বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই মায়াবতীর বাসভবনে হানা দিলেন অখিলেশ। তাঁদের পনেরো-কুড়ি মিনিটের বৈঠক হয় বলে জানা যায়।
উত্তর প্রদেশে মহাজোট ভাল ফল তো করছেই, জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিতে পারে বলে দাবি সপা-বসপা নেতৃত্বের। এক্সিট পোলের রিপোর্টকে একদমই আমল দিতে নারাজ বিরোধীরা। তাঁদের দাবি, এ সব সমীক্ষায় সত্যতা নেই। আগামী ২৩ মে পর্যন্ত জনগণকে ধৈর্য ধরার পরামর্শ দেন তাঁরা। মায়াবতীও সে দিকে তাকিয়ে রয়েছেন বলে মত বিশেষজ্ঞদের।
চলতি বছরের ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় যে ইউনাইটেড ইন্ডিয়ার স্বপ্ন দেখিয়েছিলেন সেটাই বাস্তব করতে মরিয়া বিরোধীরা। একের পর বৈঠকে সামিল হচ্ছেন বিরোধীরা। দেশজুড়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোড়জোড় শুরু হয়েছে।