২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বজয়ী হয়েছিল ভারত। সেদিনের ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে টুর্নামেন্টের সেরার মুকুট উঠেছিল যুবরাজ সিংয়ের মাথায়।
এবারের বিশ্বকাপ শুরু ৩০ মে ইংল্যান্ডের মাটিতে। কিন্তু বর্তমান ভারতীয় দলে জায়গা হয়নি যুবির। এমনকী সদ্যসমাপ্ত আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। স্বাভাবিকভাবেই মনে হয়েছে তাঁর ক্রিকেট কেরিয়ার এখন শেষের মুখে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি এখন জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের পথেই এগোচ্ছেন। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুবরাজ।
বিসিসিআইয়ের একটি সূত্রের খবর অনুযায়ী, যুবরাজ আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। এ ব্যাপারে তিনি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলবেন। জানতে চাইবেন, যদি গ্লোবাল টি-২০ লিগ এ তিনি অংশ নিতে চান তাহলে ক্রিকেট বোর্ড অনুমোদন দেবে কি না।
উল্লেখ্য, সম্প্রতি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ড্রাফ্টে নিজের নাম ঢুকিয়েছেন ইরফান পাঠান। যদিও তিনি এই বিষয়ে বিসিসিআইয়ের থেকে অনুমতি চাননি। যুবরাজের ব্যাপারে বিসিসিআই এখন নিয়মকানুন খতিয়ে দেখছে। তিনি আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেও বিসিসিআইতে রেজিস্টার্ড টি-২০ প্লেয়ার হিসাবে থেকে যাবেন। আর সেই কারণেই খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নিয়ম।