শৈশব থেকেই স্বপ্ন বিশ্বকাপ খেলার। সেই স্বপ্নই সত্যি হয়েছে। ভারতের জার্সি পড়ে ভারতের হয়ে খেলার সুযোগ মিলেছে। আর তাই বিজয় শঙ্কর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নিজের সেরাটা দেওয়ার। বিজয় শঙ্কর জানিয়েছেন, “সুযোগের সদ্ব্যাবহার করার জন্য নিজের সর্বশক্তি উজাড় উজাড় করে দিতে তৈরি”। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ৩০ মে থেকে শুরু হচ্ছে আইসিসি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য সামনে রেখে ভারতীয় দল কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ড পাড়ি দেবে। টুর্নামেন্ট শুরুর করার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন কোহলিরা। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৫ জুন।
ইংল্যান্ডের উইকেটে চার নম্বরে ব্যাটিং করাকে জীবনের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের উদীয়মান অলরাউন্ডার বিজয় শঙ্কর। বিজয়ের কথায়, “টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস রয়েছে যে, আস্থার মর্যাদা দিতে পারব আমি। আমার কাছে দলের স্বার্থ সবচেয়ে বেশি। তাই ইংল্যান্ডের উইকেট ও পরিবেশ, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে চার নম্বরে ব্যাট করতে আমি প্রস্তুত”।
দেশের হয়ে এখনও পর্যন্ত ৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বিজয় শঙ্কর। চলতি বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে’তে অভিষেক হয় বিজয়ের। তারপর সদ্যসমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৫ ম্যাচে ২৪৪ রান করেছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। বিশ্বকাপে বিজয়ের ভূমিকা হতে চলেছে ত্রিমাত্রিক। অর্থাৎ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং। এই তিন ক্ষেত্রেই তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। আস্থা রেখেছেন স্বয়ং দলের অধিনায়ক বিরাট কোহলিও। বিজয় শঙ্কর বলেন, “বিরাট, মাহি ভাই এবং রহিতের কাছ থেকে আমি সব সময় শেখার চেষ্টা করি। অন্যকে দেখে শেখার তত্ত্বকে আমি বিশ্বাস করি। নিজেকে পরিণত ক্রিকেটার করে তোলার জন্য ওদের সঙ্গে সুযোগ পেলেই আলোচনা করি। আশা করি, উন্নতির এই ধারাবাহিকতা বজায় রেখে দলের প্রয়োজন মেটাতে পারব আমি”। নির্বাচন মন্ডলী থেকে শুরু করে অধিনায়ক, সকলের আস্থার মর্যাদা দিতে প্রস্তুত বিজয়।