ভোটের ফল বেরোনোর ঠিক দু’দিন আগেই ভোটের আবহের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ২০১৯-এর মাধ্যমিকের ফল। যদিও মধ্যশিক্ষা পর্ষদ চলতি মাসের ৮ তারিখে ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছিল। পর্ষদ সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১০টার পর থেকে পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফলপ্রকাশ হতে চলেছে৷
এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> 54242/ 56263/58888 নম্বরে পাঠিয়ে দিলেই ফল জানতে পারা যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীর নাম মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে পারেন, এতে ফল প্রকাশ হওয়া মাত্রই এসএমএস পৌঁছে যাবে। এছাড়া কিছু ওয়েবসাইটে জানা যাবে মাধ্যমিকের ফল। সেই ওয়েবসাইটগুলি হল-
www.wbbse.org, www.wb.allresults.nic.in এবং www.examresults.net,www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha-