সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোটগ্রহণ হচ্ছে আজ। সারা দেশে ৮ রাজ্যের ৫৯ টি আসনে ভোট গ্রহণ চলছে। এই ৮ রাজ্যের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ। কারণ এই রাজ্যের বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন নরেন্দ্র মোদী। আর এই উত্তরপ্রদেশ থেকেই উঠে এল বিজেপির টাকা দিয়ে ভোট কেনার মত ঘটনা।
উত্তরপ্রদেশের চান্দৌলিতে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। ওই এলাকার তারা জীবনপুর গ্রামের বাসিন্দাদের দাবি, তাঁদের গ্রামের তিন জন লোক জোর করে তাদের আঙুলে ভোটের কালি লাগিয়ে দেন। তাঁদের হাতে ৫০০ টাকাও গুঁজে দেন তাঁরা। গ্রামবাসীদের কথায় ‘ওই তিন জনই বিজেপি-র লোক। ওরা আমাদের কাছে জানতে চাইল, আমরা তাদের পার্টির হয়ে ভোট দেব কি না? ওরা বলল, এখন তোমরা ভোট দিতে পারবে না। এ কথা কাউকে বোলো না।’
বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট লুটের কথা সামনে এসেছে। কখনও চেক বিলি তো কখনও নগদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই অভিযোগ করে এসেছে। আর তা যে সত্যি সারা দেশে বিক্ষিপ্ত ঘটনা থেকেই সুস্পষ্ট।