সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের সপ্তম দফা এখনও বাকি। তারপর ২৩ মে এর ফলাফলই বলে দেবে দিল্লীর মসনদ কার দখলে। কিন্তু তার আগেই উত্তর-পূর্ব ভারতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। শেষ দফার ভোট মেটার আগেই উত্তর-পূর্বে বিজেপির জোট ভাঙতে চলেছে। মণিপুরে জোট থেকে সমর্থন তুলে নিচ্ছে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)।
শনিবার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এনপিএফ। সংগঠনের মুখপাত্র আচুম্বেকো কিকোন এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, লোকসভা ভোট মিটলেই সমর্থন প্রত্যাহার করা হবে। তিনি তাঁর বিবৃতিতে জানিয়েছেন ‘দলের মুখ্য কার্যালয়ে দীর্ঘক্ষণ এই নিয়ে বৈঠক হয়েছে। তার পরই বিজেপির নেতৃত্বাধীন মণিপুর সরকার থেকে আমরা সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এনপিএফ-এর অভিযোগ, ২০১৭ সালে মণিপুরের জোট সরকার তৈরি হওয়ার পর থেকে বিজেপি জোট সঙ্গীদের সম্মান করেনি।’ তিনি আরও বলেন যে তাঁদের কোনও কথার গুরুত্ব দেয় না। ফলে, এই সরকার থেকে সমর্থন তুলে নেওয়াই শ্রেয় বলে তাঁদের মনে হয়েছে।
ফলাফলের আগেই বিজেপির সঙ্গে তাঁদের জোট সঙ্গীদের মতবিরোধদের মত এহেন ঘটনা সামনে এল। এই সিদ্ধান্তে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির।