আজ লোকসভা নির্বাচনের শেষদফার ভোট৷ কলকাতা, যাদবপুর, বসিরহাট, ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন জায়গায় আজ ভোটগ্রহণ চলছে৷ সকাল থেকেই বিভিন্ন জায়গায় ইভিএম বিকল, বিরোধীদের বোমাবাজির মত অভিযোগ শোনা যাচ্ছে৷
কেষ্টপুরের একটি বুথে একাধিক ইভিএম বিকল। তুমুল অশান্তির সৃষ্টি হয় ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে। প্রিসাইডিং অফিসারকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ৷ এই চড়া রোদে অপেক্ষারত ভোটারদের মধ্যেও অসন্তোষ দেখা দেয়৷
দেগঙ্গায় তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার সরব হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে৷ অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্ররোচিত করছে বিজেপিতে ভোট দেওয়ার জন্য৷ উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে৷
নিউটাউন বালিগুড়িতে একটি জঙ্গলে দুটি রঙের বালতি পরে ছিল, তাতে বোমা আছে, অভিযোগ আসে সকালেই।ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।পৌঁছয় বিধান নগর পুলিশের বম্ব স্কোয়াড। সূত্রের খবর, বিরোধীরা গন্ডগোল পাকানোর জন্য বোমা মজুত করে রেখেছে৷
অন্যদিকে ভাটপাড়া বিধানসভাতেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল৷ কাঁকিনাড়া হাইস্কুলের ৩৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিজেপিকে ভোট দিতে প্ররোচিত করছে বলে শোনা যায়৷
সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ১৪.১৭ শতাংশ। রাজ্যের অন্যত্র ভোটদানের পরিমাণ- দমদম ১৬.৫৭ শতাংশ, বারাসত ১৪.৭৮ শতাংশ, বসিরহাট ১৫.৬৭ শতাংশ, জয়নগর ১১.৪৩ শতাংশ, মথুরাপুর ১৫.৬৮ শতাংশ, ডায়মন্ড হারবার ১৩.৩২ শতাংশ, যাদবপুর ১৭.১১ শতাংশ, কলকাতা দক্ষিণ ১১.৯২ শতাংশ, কলকাতা উত্তর ১১.০৮ শতাংশ।