এর আগে গত ছয় দফা ভোটে কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপ নিয়ে ক্ষুব্ধ ছিল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছিল। এবার সরাসরি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ালো তাঁরা।
আজ শেষ দফার নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি পুরসভায় তৃণমূলের ওপর বিনা প্ররোচনায় হামলা চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের ক্যাম্প অফিসেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মহিলা তৃণমূল কর্মীদের মারধর করে ক্যাম্প অফিস থেকে তুলে দেয় তাঁরা। ফেলে দেওয়া হয় কর্মীদের জন্য রাখা খাবার।
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা অভিযোগ করেছেন, এলাকায় শান্তিপূর্ণ ভোট চলছিল। তারমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে এই কাজ করেছেন। সাধারণ জনগণের উপর যেভাবে মারধর করা হয়েছে তার প্রতিবাদে বুথ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।