ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে ১৯৮৩ সালের ২৫ জুন ওয়ান ডে’র ইতিহাসে সব থেকে বড় ট্রফি জিতেছিল ভারত। বিশ্বকাপ।
প্রথমবার বিশ্বকাপ উপহার দিয়েছিলেন কপিল দেব, সুনীল গাওস্কর, শ্রীকান্ত, মদনলালরা। সেই বিশ্বকাপে বেশ কিছু অবিস্মরণীয় রেকর্ড তৈরী হয়েছিল৷ এক নজরে ফিরে দেখা সেই বিশ্বকাপের কিছু নজির।
ভারতের অধিনায়ক কপিল দেবের দখলে ছিল সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭৫ রান করেছিলেন তিনি।
ইংল্যান্ডের ডেভিড গাওয়ার করেছিলেন মোট ৩৮৪ রান। এটিই ছিল সবচেয়ে বেশি রানের রেকর্ড সে বছরের বিশ্বকাপে।সবচেয়ে বেশি গড়ও ছিল ডেভিড গাওয়ারের দখলে। ৭৬.৮০। বিশ্বকাপে সবচেয়ে বেশি অর্ধশতক ছিল (চারটি) গ্রেম ফাওলারের দখলে। সবচেয়ে বেশি ডাকের রেকর্ড ছিল শ্রীলঙ্কার অর্জুনা রণতুঙ্গার।সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল ওয়েস্ট ইন্ডিজের ডব্লু ডব্লু ড্যানিয়েলের দখলে। ১৩৩.৩৩।
সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন ভারতের রজার বিনি। ১৮টি উইকেট ছিল তাঁর দখলে। বোলিংয়ে সেরা গড় ছিল নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলির দখলে, ১২.৮৫।
সেরা ইকনমি রেট ছিল ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শালের। ২.৫০। সেরা বোলিং ফিগার অবশ্য ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিসের দখলে। ১০.৩-০-৫১-৭৷
সবচেয়ে বেশি ক্যাচ ছিল কপিল দেবের দখলে। সাতটি ক্যাচ তাঁরই দখলে। এক ইনিংসে সবচেয়ে বেশি ‘ডিসমিসাল’ যদিও সৈয়দ কিরমানির দখলে (৫)।
সেই বিশ্বকাপ আজও মনে রেখেছে সকলে৷ আবারও শুরু হতে চলেছে ক্রিকেটের সব থেকে চোখ ধাঁধানো লড়াই৷ আগামী ৩০মে থেকে নিজের দেশকে সমর্থন করতে উদ্বেল হবে সবাই৷