সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হল। আর তারপরই দেশের মিডিয়া তাঁদের এক্সিট পোলের রিপোর্ট নিয়ে হাজির জনগণের সামনে। সেখান থেকেই তৈরি হচ্ছে বিভ্রান্তি। বিভিন্ন মিডিয়ার বিভিন্ন রিপোর্টে ভিন্ন পরিসংখ্যায় মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে বলে মনে করছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
সপ্তমদফা ভোট গ্রহণের শেষ হওয়ার পরই বিভিন্ন মিডিয়ার এক্সিট পোলের রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন তিনি। এইদিন টুইট করে তিনি কথা জানান। তিনি এও প্রশ্ন রেখেছেন জাতীয় মিডিয়াগুলির পক্ষপাতিত্বতা নিয়ে। তিনি তাঁর টুইটে লেখেন, ‘দিল্লী মিডিয়া যে জাতীয় মিডিয়ার মুখোশ পরে থাকে তারা কি নিজের কৃতিত্ব হারিয়েছে? এক্সিট পোলগুলো মানুষকে বিভ্রান্ত করে দেবে। আমরা জনগণের রায়ের অপেক্ষায় আছি। সপ্তম দফার আগেই মোদীজি ৩০০ এর বেশি আসনের কথা বলেছিলেন। এই আসন সংখ্যার ধারণা কি মিলছে ইভিএম কারচুপির সঙ্গে?’
প্রসঙ্গত, পুরো নির্বাচন ধরেই সারা দেশ থেকে ইভিএম কারচুপি, ছাপ্পা ভোট, টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করা একাধিক অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। শুধু তাই নয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও। একাধিক জয়গা থেকে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে বলেও অভিযোগ ওঠে। আর সেখান থেকেই প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। মোদীর ধারণার আসন সংখ্যা পূর্ন করতেই কি এত কিছু? প্রশ্ন ঘুরছে জাতীয় রাজনৈতিক মহলে।