কেদারনাথ মন্দির থেকে বেশ কয়েক মিটার দূরত্বে মাত্র ১০ ফুট বাই ৮ ফুটের এই গুহা। কাল সন্ধ্যেবেলা সেখানেই ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকাল অবধি প্রায় ১৮ ঘন্টা সেখানেই ধ্যানমগ্ন ছিলেন তিনি। তবে জানা গেছে, সেই গুহায় ওয়াইফাই ও টেলিফোনের ব্যবস্থা রয়েছে। এমনকি সেই গুহায় আছে শৌচালয় ও অন্যান্য সুযোগ-সুবিধেও।
ছবিতে দেখা গিয়েছে, শনিবার কেদারনাথে পুজো সেরে কয়েক মিটার দূরে একটি গুহায় সারারাত ধ্যানে বসেছেন মোদী। গায়ে গেরুয়া বসন জড়িয়ে আজ সকাল অবধি তিনি ধ্যানে ছিলেন। আজ উত্তরাখণ্ড সফরের দ্বিতীয় দিনে বদ্রীনাথেও পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবারই শেষ হয়েছে সপ্তম দফার নির্বাচনের প্রচার। কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনে মোদীকে বিশেষ অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন। শনিবার প্রায় আধ ঘণ্টা ধরে কেদারনাথ মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী। তার পাশাপাশি তিনি মন্দির শহরের উন্নয়নের কাজও খতিয়ে দেখেন।
তবে প্রধানমন্ত্রীর কেদারনাথ মন্দির দর্শনের ফলে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। এমনটাই মনে করছে তৃণমূল। জানা গিয়েছে, এই অভিযোগ তুলে তাঁরা কমিশনের দ্বারস্থ হতে পারে।