এক্সিট পোলের মাধ্যমে গুজব ছড়িয়ে ইভিএম বদলানোর চেষ্টা করছে বিজেপি। বিভিন্ন সংবাদমাধ্যমে এক্সিট পোল প্রকাশিত হতেই টুইটের মাধ্যমে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই টুইটে মমতা লেখেন, ‘আমি এই এক্সিট পোলকে বিশ্বাস করি না। এটা একটা চক্রান্ত, যার মাধ্যমে হাজার হাজার এভিএম মেশিনে কারচুপি করার কিংবা ইভিএম মেশিনকে বদল করার পরিকল্পনা করা হচ্ছে। আমি সব বিরোধী দলগুলোর কাছে আবেদন করছি, যাতে সবাই একজোট থাকে, শক্ত থাকে। আমরা এক সঙ্গে এই লড়াই লড়ব।’
নির্বাচন কমিশনের তরফে রবিবার সন্ধে সাড়ে ছটা পর্যন্ত এক্সিট পোল প্রকাশ করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হতেই এক্সিট পোল প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম। যার মধ্যে বেশিরভাগই এনডিএ ক্ষমতায় ফিরছে বলেই জানায়। এমনকী বাংলাতেও বিজেপি ১২ থেকে ১৬টি আসন পাবে বলেও দাবি করে কেউ কেউ। এরপরই টুইট করেন তৃণমূল সুপ্রিমো।
মমতার অভিযোগ, বিরোধী দলগুলোর মধ্যে বিভেদ আনার জন্যই চক্রান্ত করে বিজেপি এটা করেছে। মানুষের মনে এই ধারণা ঢোকানো হচ্ছে, বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু এ ভাবে ফল বোঝা যায় না বলেই মুখ্যমন্ত্রীর অভিযোগ। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু দলের সঙ্গে কথা হয়েছে তাঁর। যাতে কোনওভাবেই বিজেপি ইভিএম মেশিনে কারচুপি না করতে পারে, বা মেশিন বদল না করতে পারে, তার জন্যই সবাইকে ভোটিং মেশিন পাহারা দেওয়ার ডাক দিয়েছেন মমতা।