লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের পর এফএ কাপের শিরোপাও ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। সেই সঙ্গে প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ইংলিশ ফুটবলের তিনটি প্রতিযোগিতারই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ল পেপ গুয়ার্দিওলার শিষ্যরা৷
ফাইনালে ওয়াটফোর্ডের বিরুদ্ধে গোলবৃষ্টি শুরু হয় ম্যাচের ২৬ মিনিটে। শুরু করেন দাভিদ সিলভা। দুরন্ত শটে পরাস্ত করেন বিপক্ষ গোলকিপারকে। ৩৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের ফিরতি বলে গোল করেন স্টার্লিং। বাকি চারটি গোল হয় দ্বিতীয়ার্ধে।
ওয়াটফোর্ডের বিরুদ্ধে শুরু থেকেই প্রতিআক্রমণে খেলার চেষ্টা করছিল ম্যান সিটি। তা বুঝেও রক্ষণে সে ভাবে মজবুত করেনি ওয়াটফোর্ড। দ্বিতীয়ার্ধে কেভিন দে ব্রুইন নেমেই দলকে তৃতীয় গোল উপহার দেন। ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান জেসুস। ৮১ ও ৮৭ মিনিটে পর পর দু’টি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন স্টার্লিং।
ম্যাচ শেষে ম্যান সিটি অধিনায়ক ভ্যানসঁ কোম্পানি বলেন, ‘‘অনেক দিন ফুটবল খেলছি। অনেক ক্লাবে খেলেছি। কিন্তু ম্যান সিটির মতো কোনও ক্লাব আছে বলে আমার মনে হয় না। গত দু’বছর ধারাবাহিক পারফর্ম করে চলেছে প্রত্যেকে।’’
গত ২৪ ফেব্রুয়ারি এই মাঠেই চেলসিকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপ জিতে ইতিহাস গড়ার পথে চলা শুরু সিটির। আর গত রোববার শেষ দিনে গড়ানো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ৪-১ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় গুয়ার্দিওলার শিষ্যরা। এবার ওয়াটফোর্ডকে হারিয়ে অনন্য কীর্তি গড়ল ম্যানচেস্টারের দলটি।