দেশজুড়ে লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব শেষের পর্যায়। বাংলায় দমদম-বারাসাত-বসিরহাট-জয়নগর-মথুরাপুর-ডায়মন্ড হারবার-উত্তর কলকাতা-দক্ষিণ কলকাতা এই নয় আসনে ভোটগ্রহণ। কিছু জয়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ ভোটগ্রহণ।
বাংলায় ভোট পড়েছে বেশ ভালোই। কমিশন সূত্রে খবর, বিকেল পাঁচটা পর্যন্ত সাত আসনে প্রায় গড় ৭২.৯১ শতাংশ ভোট পড়েছে। দমদম- ৭৩.০৫, বারাসত- ৭৪.৪১, বসিরহাট-৭৭.৭৭, জয়নগর-৭৫.৮১, মথুরাপুর- ৭৮.৫২, ডায়মন্ড হারবার- ৭৭.৪০, যাদবপুর-৭০.৯৭, কলকাতা দক্ষিণ-৬৭.০৯, কলকাতা উত্তর- ৬১.১৮ শতাংশ ভোট পড়ছে।