২০১১ সালের পর আবার ২০১৬ সালের আজকের দিনেই বাংলার জনগণ দ্বিতীয়বারের জন্য শাসনভার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। সেই কথা স্মরণ করিয়ে রাজ্যবাসীকে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল নেত্রী। এই নিয়ে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন মমতা।
ওই পোস্টে মমতা লেখেন, ‘২০১৬ সালের আজকের দিনে বাংলা দ্বিতীয় বারের জন্য আমাদের ওপর তাদের আস্থা ও বিশ্বাস রেখেছে। দ্বিতীয়বার সরকার গড়তে দেওয়ার জন্য আমরা মা-মাটি-মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আগামীদিনেও আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখব’।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ৪৬.১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। বিপুলভাবে জয়লাভের পর মমতা বলেন, ‘জনগণই গণতন্ত্রের কান্ডারি। মানুষ নির্ভীক ও নিরপেক্ষভাবে নিজের ভোট দিয়েছেন। সাধারণ মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই’।
মমতা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শুধু চমক দেখাননি, দেখিয়েছিলেন তাঁর নির্বাচনী ম্যাজিক। বশীভূত করেছেন রাজ্যবাসীকে তাঁর উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে। যতই রাজনৈতিক ঝড়ঝাপটা এসেছে, তাতে এতটুকু নোয়াতে পারেনি মমতাকে। মমতা শিরদাঁড়া উঁচু করে দ্বিতীয়বারের জন্য এসেছেন রাজ্যের শাসনক্ষমতায়। সেইসব লড়াইতে রাজ্যের মা-মাটি-মানুষকে পাশে পাওয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা।