কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকে জনদরদী কোনও কাজই করেনি বিজেপি সরকার। মানুষের হাল ক্রমশ খারাপ হয়েছে মোদীর একের পর পর এক ভুল পদক্ষেপের জন্যে। এই সমস্ত ভুল কার্যাবলীর মধ্যে অন্যতম হল এনআরসি বা নাগরিকপঞ্জী। যার জেরে আসামে আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন বহু বাঙালি, প্রাণও হারিয়েছেন অনেক কেউ। ভোটের এই শেষ লগ্নে আবার এনআরসি প্রসঙ্গ উসকে দিলেন দিল্লীর বিজেপি প্রধান মনোজ তিওয়ারি।
গত রবিবার দিল্লীর মোতি নগর এলাকায় সংঘর্ষে ধ্রুব রাজ ত্যাগী নামে এক ব্যক্তি মারা যান। আশঙ্কা জনক অবস্থায় তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনোজ তিওয়ারি দাবি করেছেন এই সংঘর্ষ ঘটিয়েছে বাংলাভাষী কিছু লোক। যাঁদের তিনি রোহিঙ্গা শরণার্থী বলে দাবি করেছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্যই এনআরসি জরুরি বলে মনে করেন তিনি।
দিল্লীর বিজেপি প্রধান মনোজ তিওয়ারি দাবি করেছেন শীঘ্রই রাজধানীতে এনআরসি চালু করা হবে। কোনওভাবেই রাজধানীতে রোহিঙ্গা শরণার্থীদের বরদাস্ত করা হবে না। দিল্লির বাসিন্দারা যাতে তাঁদের হামলার ভয় না থাকেন সেটা সুনিশ্চিত করার দায়িত্ব মোদী সরকারের। মনোজের এই ঘোষণায় আবারও চিন্তায় পড়ে গেছেন মানুষ। নাগরিকপঞ্জীর ঘোষণা হওয়ার পর থেকে কম উত্তাল হয়নি এই ইস্যুতে। আবার এই ঘোষণা করে মানুষকে ফের চিন্তায় ফেলে দিতে দু’বার ভাবেনি মোদী শিবির।
গত কয়েক মাস ধরে এনআরসি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। অসমে ২০ লক্ষ বাসিন্দার নাম জাতীয় নাগরিক পঞ্জির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তর পূর্বের রাজ্যগুলি এই নিয়ে ভীষণভাবে ক্ষুব্ধ। এবার রাজধানী দিল্লীতে এনআরসি চালুর কথা বলে কতটা বিপাকে পড়বে বিজেপি সেটা বোঝা যাবে ভোটের বাক্সেই।