আগামীকাল লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। মূলত কোলকাতা ও আশেপাশের জায়গা জুড়েই কালকের নির্বাচন। তাই ভোট নিয়ে ক্রমশ বাড়ছে উত্তাপ।
তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরমও। শেষ দিনেও গরমের মধ্যেই ভোট দিতে হবে শহরবাসীকে। সকাল থেকে বাড়বে গরম। সঙ্গে থাকবে আর্দ্রতাও। যার ফলে অস্বস্তিতে কাটবে গোটা দিন।
প্রচণ্ড গরমের মধ্যে ভোট কি করে হবে, তা নিয়ে আশঙ্কায় ভুগছেন ভোটকর্মীরা। চিন্তায় রয়েছে কমিশনও। ভোটকর্মীদের কাছে নিরাপত্তা নয়, প্রধান সমস্যা হল গরম।
ইতিমধ্যেই নেতাজি ইন্ডোরে ডিআরডিসি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা অঞ্জন কুমার পাত্র। ইভিএম, ভিভিপ্যাট নিতে এসে প্রবল গরমে সেখানেই মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যান। চোখেমুখে জল ছেটানোর পর জ্ঞান ফেরে তাঁর। সেখানেই মেডিক্যাল ক্যাম্পে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। অঞ্জন কুমার পাত্রকে দেখে আশঙ্কায় ভুগছেন অনেক ভোটকর্মীই।
একই ছবি দেখা গেছে বারাসত গভর্নমেন্ট কলেজে ডিআরডিসি কেন্দ্রে। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৬ ডিগ্রি। প্রচণ্ড গরমে নাজেহাল ভোটকর্মীরা। গরমের কথা মাথায় রেখেই কমিশনের তরফে ভোটকর্মীদের দেওয়া হচ্ছে তোয়ালে ও ঠান্ডা জল। যা এবারের ভোটে একদমই নতুন। নজিরবিহীনও বটে।