বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১৭ লাইনের একটি কবিতাটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। শিরোনাম, লজ্জিত। কারও নাম না করেও মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপিকেই নিশানা করেছেন সেটা স্পষ্ট।

গত ১৪ মে অমিত শাহের রোড ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজস্ট্রিট ও বিধানসরণী। বিদ্যাসাগর কলেজের ভিতরে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এরপর বিদ্যাসাগর কলেজে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সরেজমিনে মূর্তি ভাঙার ঘটনা খতিয়ে দেখেন। সেই ঘটনা নিয়েই মমতা লিখেছেন এই কবিতা। পরোক্ষে গেরুয়া শিবিরকে নিশানা করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাঙতে শিখেছ, গড়তে শেখনি, ভাঙাই তোমাদের কাজ…।’ আবার শেষ পংক্তিতে তিনি লিখেছেন, ‘তোমাদের আছে অর্থের জোর/ আর আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা/ বিদ্যার সাগর আমরা লজ্জিত…’।

ছবি থেকে কবিতা- সংস্কৃতির অঙ্গনে স্বছন্দ গতিবিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী নেত্রী থাকার সময় থেকে কখনও নিজের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন, কখনও আবার কবি। বিভিন্ন ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে মমতার কলম। বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও এবার তিনি লিখে ফেললেন আস্ত একটা কবিতা।