আজ শনিবার বুদ্ধ পূর্ণিমা। অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গৌতম বুদ্ধ। তাঁর পবিত্র জন্মতিথিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই টুইটে মমতা লেখেন, ‘বুদ্ধং শরণং গচ্ছামি…বুদ্ধ পূর্ণিমার শুভলগ্নে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা’।
বুদ্ধপূর্ণিমার এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, সিদ্ধিলাভ এবং পরিনির্বাণ লাভ করেছিলেন। তাই এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান সেরে, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। বুদ্ধ ভক্তরা প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। পূজার পাশাপাশি চলে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ এবং সমবেত প্রার্থনা।
এই বাংলায় সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতির বন্ধনে বসবাস করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন, ‘বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির রাজ্য। সকল ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও রীতি-নীতি পালন করেন’। বাংলার সেই ঐতিহ্যকে বজায় রেখেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা।