দেশের জনতা ও সাংবাদিকদের ধন্যবাদ জানালেও, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে কোনও প্রশ্নের উত্তর দিলেন না নরেন্দ্র মোদী। সব প্রশ্নের উত্তর একাই দেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই সাংবাদিক সম্মেলনের পরেই মোদীকে কটাক্ষ করে সমালোচনার ঝড় ব্যে গেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন, ‘এটা যেন ‘মন কি বাত’ অনুষ্ঠানের শেষ পর্ব। কেউ কোনও প্রশ্ন করলেন না। সবাই শুধু শুনে গেলেন’।
সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিংহ যাদব শনিবার তাঁর টুইটে লিখেছেন, ‘ওঁদের সাংবাদিক সম্মেলন দেখে মনে হল যেন আর একটা ‘মন কি বাত’ অনুষ্ঠান। শুধু সেটা রেডিওয় না হয়ে হল টেলিভিশনে। সাংবাদিকদের সেখানে কোনও সুযোগই দেওয়া হল না প্রশ্ন করার।
তাঁদের অনুগত সৈনিকদের মতো মুখে কুলুপ এঁটে বসে থাকতে দেখা গেল’। টুইট করেছেন লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদবও। লিখেছেন, ‘এটা যেন ওঁদের বিদায়ী সাংবাদিক সম্মেলন। এটা খুবই দুর্ভাগ্যজনক, ৫ বছর সরকার চালানোর পরেও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারলেন না প্রধানমন্ত্রী। কেন পারলেন না, সেই প্রশ্নটাই এখন ঘুরছে সকলের মধ্যে। শেষ দফার ভোটের আগে প্রধানমন্ত্রীর অঙ্গভঙ্গি থেকেই স্পষ্ট হয়ে গেল, তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন’। খোঁচা দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ওমর আবদুল্লাও। টুইটে লিখেছেন, ‘সাংবাদিকদের ছদ্মবেশে থাকা বিজেপি কর্মীদের ধন্যবাদ জানাতে ভোলেননি অমিত শাহ’।
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অবশ্য সাংবাদিক সম্মেলনের অধিকাংশ সময়েই বাংলাকে নিশানা করলেন। তৃণমূলের বিরুদ্ধে গুণ্ডাগিরির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ‘বাংলায় আমার ৮০ জন কর্মীর মৃত্যু হয়েছে। কিন্তু আমি মিডিয়াকে দোষ দেব। কারণ আপনারা এই খবর দেখাতে চান না’।