সম্প্রতি গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে ফের বিতর্ক বাড়িয়েছেন ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা সিং। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইছে গোটা দেশ জুড়ে। এবার মুখ খুলে প্রজ্ঞার তুমুল সমালোচনা করলেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী। প্রজ্ঞার মতো লোকেদের বিজেপির দল থেকে বহিষ্কার করা উচিত বলেও দাবি তাঁর।
টুইটারেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তোপ দেগে সত্যার্থী বলেছেন, ‘গডসে গান্ধীর দেহকে খুন করেছেন। কিন্তু প্রজ্ঞার মতো মানুষেরা আত্মাকে খুন করছে। খুন করছে ভারতের অহিংসা, শান্তি ও সহিষ্ণুতার আত্মাকে। গান্ধী সব ক্ষমতা ও রাজনীতির ঊর্ধ্বে। ছোট স্বার্থের কথা ভুলে রাজধর্ম পালন করে বিজেপির অবিলম্বে প্রজ্ঞাকে দল থেকে বের করে দেওয়া উচিত।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোপালের বিজেপি প্রার্থী বলেছিলেন, ‘গডসে একজন দেশপ্রেমিক ছিলেন, আছেন, থাকবেন। যাঁরা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন, তাঁরা এই নির্বাচনেই তার জবাব পাবেন।’ প্রজ্ঞার এই মন্তব্যের পর বেজায় অস্বস্তিতে পড়ে বিজেপি। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই মন্তব্যের জন্য কোনওদিন প্রজ্ঞাকে ক্ষমা করতে পারবেন না। বিজেপি সভাপতি অমিত শাহও দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট বলেছেন। তবে একে ‘লোকদেখানো’ই বলছে বিরোধীরা।