রাত পোহালেই সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। তারপরই ঠিক হয়ে আগামী পাঁচ বছরের জন্য দিল্লীর মসনদ কে দখল করবে। আর এই দফায় অন্যতম ইস্যু হয়ে উঠেছে নাথুরাম গডসে। তাঁকে নিয়ে একের পর এক মন্তব্যে সরগরম জাতীয় রাজনীতি। দুদিন আগেই হত্যাকারী নাথুরাম গডসেকে ‘দেশভক্ত’ আখ্যা দিয়েছেন মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। তারপর থেকেই উত্তাল জাতীয় রাজনীতি। এইবার এই প্রসঙ্গ নিয়ে মোদীর উপরেই আঙুল তুললেন কংগ্রেসের পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। বললেন, গডসেকে নিয়ে মোদী নিজে কী মনে করেন, সেটা সবার সামনে বলুন।
এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেত্রী বলেন, ‘একজন মানুষ জাতির জনক ও ভারতীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতার হত্যাকারীকে দেশভক্ত বলছেন। মোদী দেশের প্রধানমন্ত্রী। তিনি কি বললেন? বললেন, তিনি প্রজ্ঞাকে ক্ষমা করবেন না। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছেন, তিনি একজন রাজনৈতিক নেতা। তাই গডসেকে নিয়ে তাঁরও কিছু মতামত থাকতে পারে। মহাত্মা গান্ধীর হত্যাকারীকে নিয়ে আপনার কী মত, সেটা সবার সামনে বলুন।’
শুধু এখানেই থেমে থাকেননি প্রিয়ঙ্কা। তিনি আরও বলেন, ‘সাধ্বী প্রজ্ঞার এই মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল মোদীর। কিন্তু কোনও ব্যবস্থা নেননি তিনি। দেশের মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বলুন, নাথুরাম গডসে ও সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে আপনার কী মত? সবাই আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপারে জানতে চাইছে।’
শেষ পর্যায়ে এসে সব রাজনৈতিক দলই আক্রমণ প্রতি আক্রমণের দৌড়ে নেমেছেন। এটাই তাঁদের কাছে শেষ সুযোগ মানুষের মনে নিজেদের ভাবনা সঞ্চার করার।