ইটালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রজার ফেডেরার। কিন্তু শেষ আটের লড়াইয়ের আগে বাধ সাধল চোট। ডান পায়ের চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন ফেডেরার। পরের ম্যাচে তাঁর খেলার কথা ছিল গ্রিক তরুণ স্টেফানোস সিতসিপাসের বিপক্ষে। কিন্তু তার আগে কিংবদন্তি সুইস তারকা জানিয়ে দেন, “অত্যন্ত হতাশার সঙ্গে জানাচ্ছি যে, আজ আমি কোর্টে নামতে পারব না। ডান পায়ে একটা ব্যথা অনুভব হচ্ছে। তাই আমার মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেই ইতালিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি”।
২০১৬ সালের পর প্রথমবার রোমের কোর্টে নেমে দারুণ গতিতে এগচ্ছিলেন রজার ফেডেরার। বৃহস্পতিবার শেষ ষোলোতে দুই ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে তিনি হারান বোর্না কোরিচকে। শুরুতে পিছিয়ে পড়েও তৃতীয় বাছাই সুইস তারকা জেতেন ২-৬, ৬-৪, ৭-৬ (৯-৭) সেটে। এছাড়া দিনের শুরুতে দ্বিতীয় রাউন্ডে ফেডেরার হারিয়েছিলেন জোয়াও সোসাকে। কিন্তু তাঁর অগ্রগতির সামনে বাধা হয়ে দাঁড়াল চোট। অবশ্য পুরুষদের সিঙ্গলস থেকে ফেডেরার দুঃখজনক ভাবে বিদায় নিলেও দৌড় জারি রেখেছেন অন্য দুই মহাতারকা রাফায়েল নাদাল ও নোভাক ডকোভিচ। গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ৬-১, ৬-০ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন নিকোলোস বাসিলাশভিলিকে। দুরন্ত রাফা’র সামনে কার্যত দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ তারকার প্রতিপক্ষ স্বদেশী ফার্নান্ডো ভারদেস্কো।