২০১৯ লোকসভা নির্বাচনের ছ’দফা ভোট আগেই হয়ে গিয়েছে এই রাজ্যে। আগামীকাল শেষ দফার ভোটের শেষ লগ্নে নতুন দাবি নিয়ে কমিশনে আবেদন জানালেন বাংলার বিজেপি নেতারা। সপ্তম দফা ভোটের ঠিক আগে তাঁরা দাবি করলেন, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর মহিলা কর্মীদের নিয়োগ করতে হবে।
বিজেপির এহেন মন্তব্যের ঠিক কি কারণ? জানা গেল, বোরখা পরিহিতা মুসলিম মহিলা ভোটারদের পরীক্ষা করার জন্যেই সিআরপিএফের মহিলা কর্মীর দাবি করছেন তাঁরা।
রবিবার শেষ দফায় রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। মূলত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেই হবে এই ভোট। মূলত লোকসভা কেন্দ্রগুলির মধ্যে বেশ কিছু মুসলিম অধ্যুষিত এলাকা আছে। তাই ভোটের আগেই প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনীর মহিলাদের মোতায়েন করার দাবি জানিয়েছে বিজেপি। যাতে তাঁরা বোরখা পরিহিতা মহিলাদের পরীক্ষা করতে পারেন।
ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করাই যে বিজেপির মূল উদ্দেশ্য সেটা তাঁদের কথাতেই প্রমাণ হয়েছে বারবার।