রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন। তাঁর আগেই মিথ্যে অভিযোগের ভিত্তিতে মোদীকে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি ডায়মন্ড হারবারে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নামে অভিযোগ এনেছিলেন যে তিনি বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবং তাতে প্রচ্ছন্ন মদত আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর। যিনি সম্পর্কে অভিষেকের পিসি।
এই ইস্যুতেই এবার মোদীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে অভিষেক। শেষ দফার ভোটের আগেরদিন সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বললেন তিনি। অভিষেক আরও বলেছেন, “আমার বিরুদ্ধে আনা প্রত্যেকটি অভিযোগ মিথ্যে। আমি তা প্রমাণ করে দিতে পারি। ওঁনাকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি। এর জবাব না পেলে আমি মানহানির মামলা করবো।
সবমিলিয়ে শেষ দফা ভোটের আগে এহেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে বেকায়দায় পড়লো তাঁর দল বিজেপি।