সুপার কাপে না খেলার জন্য পাঁচটি ক্লাবকে ১০ লক্ষ টাকা করে জরিমানা করল ভারতীয় ফুটবল ফেডারেশন। তবে ইস্টবেঙ্গলকে জরিমানা হিসেবে দিতে হবে পাঁচ লক্ষ টাকা। কারণ, ইস্টবেঙ্গল সুপার কাপ খেলতে আন্তরিকভাবে আগ্রহ দেখিয়েছিল। তাদের ইনভেস্টর কোয়েস রাজি হয়নি। তাই জরিমানার ১০ লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা মুকুব করল ফেডারেশন। তবে মোহনবাগানকে কোনও জরিমানা করা হয়নি। তারা টিমের রেজিস্ট্রেশনই করায়নি তাই। মোহনবাগানের বিষয়টি আরবিটেশনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান ঊষানাথ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘পাঁচটি ক্লাবকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইস্টবেঙ্গলের জরিমানা পাঁচ লক্ষ করার কারণ, ওদের বিনিয়োগকারী সংস্থা সুপার কাপ বয়কট করলেও ক্লাবের কর্মসমিতির বৈঠকে সভাপতি একাদশ নামে খেলার উদ্যোগ নেওয়া হয়। যে বৈঠকের বিস্তারিত তথ্য ইস্টবেঙ্গল আমাদের দিয়েছে।’’ সঙ্গে যোগ করেন, ‘‘মোহনবাগান সুপার কাপে কোনও ফুটবলারের নাম নথিবদ্ধ করেনি। বিষয়টি আরবিট্রেশন ধারার অর্ন্তভুক্ত। তাই সালিশি সভায় পাঠানো হয়েছে।’’
বুধবার আলোচনায় বসেছিল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। চেয়ারম্যান ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন হর্ষ ভোরা, আদিত্য রেড্ডি, প্রতীক চাড্ডা ও মাধব মিলন ঘোষ। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সুপার কাপ না খেলায় মিনার্ভা, চার্চিল, গোকুলাম, নেরোকা, আইজলকে ১০ লক্ষ টাকা করে দিতে হবে। তবে এর জন্য ফেডারেশনের মোট কত টাকা ক্ষতি হল, তা দেখবে ফেডারেশনের কার্যকরী কমিটি। সেই ক্ষতির হিসেব কষতে বসলে ক্লাবের জরিমানার অঙ্ক অনেকটাই বেড়ে যেতে পারে।
ঊষানাথ রাতে ফোনে বলেন, ‘ইনভেস্টর না চাইলেও ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু খেলতে চেয়েছিল প্রেসিডেন্ট ইলেভেন নামে তাই ওদের প্রচেষ্টাকে সম্মান জানিয়েছি আমরা। তাই জরিমানার অঙ্ক কমানো হয়েছে। তবে এই জরিমানা যদি কোনও ক্লাব না দেয়, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ ইস্টবেঙ্গল শিবিরেও খুশির হাওয়া। ক্লাব কর্তারা বলছেন, ‘আমাদের খেলার সিদ্ধান্ত যে ঠিক ছিল, সেটাই প্রমাণ হল।’