বৃহস্পতিবার লোকসভার ভোটের প্রচারে একটি জনসভায় গিয়ে নাথুরাম গডসে – এর বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন রামপুর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী আজম খান। আরএসএস ও বিজেপির সমালোচনা করে তিনি জানান, প্রজ্ঞা ঠাকুরের বক্তব্যে নিন্দা করাটাই যথেষ্ট নয়৷ কারণ, আরএসএস এর খাকি প্যান্টের মতোই, গডসে হল বিজেপির পরিচয়বাহক৷ সপ্তম দফা নির্বাচনের আগে বিজেপির নিন্দা করে তিনি বলেন, ‘‘এবার মানুষই ঠিক করুন ওনারা কার নামে দেশের পরিচয় দিতে চান, গান্ধী নাকি গডসে?’’ এমনকী, গডসেকে ‘দেশভক্ত’ বলায় সাধ্বী প্রজ্ঞাকে দল থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি৷
খাকি প্যান্টের মতোই, নাথুরাম গডসেও আরএসএস এর পরিচয় বহন করে, এহেন মন্তব্যে উত্তরপ্রদেশ জুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এখানেই না থেমে তিনি বলেছেন, বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা গডসেকে ‘দেশভক্ত’ বলায়, তাঁকে বহিষ্কার করা হোক।