অমিত শাহকে সঙ্গে নিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন সাংবাদিক বৈঠকে। সবাই তো অবাক! পাঁচ বছরে প্রথমবার হঠাৎ কী এমন হল যে মোদী সাংবাদিকদের সামনে হাজির হলেন? কিছুই না। এতদিনের প্রচার, আত্মমহিমার বিশ্লেষণ, দেশবাসী নয় শুধুমাত্র বিজেপি কর্মীদের ধন্যবাদ দেওয়ার জন্যই এদিন হাজির হয়েছিলেন দু’জনে। শুধু ভাসা ভাসা কয়েকটি কথা বললেন মোদী। সাংবাদিকরা প্রশ্ন করলে সরাসরি জানিয়ে দিলেন, যা বলার বলবেন অমিত শাহ। তিনি কিছুই বলবেন না। অর্থাৎ মোদীর অভিধানে ডায়লগের কোনও জায়গা নেই, মনোলগই একমেবদ্বিতীয়ম।
গত পাঁচ বছরে ‘মন কি বাত’ করেছেন। ‘চায়ে পে চর্চা’ও হয়েছে। কিন্তু সাংবাদিক সম্মেলন করেননি একটাও। অবশেষে কেন্দ্রের এনডিএ সরকারের পাঁচ বছরের সরকারের কার্যকাল পূর্ণ হওয়ার পর এবং ভোটের প্রচারের সময় শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাও একা নয়, বিজেপি সভাপতি অমিত শাহকে সঙ্গে নিয়ে।
অমিত শাহও শুধু বিজেপি কতবড় দল, তার কত সদস্য সংখ্যা, কত প্রার্থী-এই সব জাহির করেই সাংবাদিক বৈঠক শেষ করলেন। মাঝেমধ্যে উঠে এল কয়েকটি রাজনৈতিক প্রশ্ন। এল উন্নয়নের কথাও। তাই নিয়ে বিশেষ উত্তর দিতে আগ্রহী হলেন না মোদী বা অমিত শাহ-কেউই। এমনই এক সাংবাদিক বৈঠক যা থেকে বড় খবর লিখতেও বিশেষ অসুবিধা হয়।
শুধু বিরোধীদের ‘পিন পয়েন্ট ডিবেট’-এ অংশ নেওয়ার আহ্বান জানালেন মোদী। যা শুনে রাজনৈতিক মহলের প্রশ্ন, গত পাঁচ বছরে পার্লামেন্টের একটি বিতর্ক সভাতেও অংশ নেননি যে প্রধানমন্ত্রী তিনি মেয়াদ শেষ হয়ে যাওয়ার সময় কীভাবে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানালেন? তাঁদের কথায়, মোদী ডায়লগে আগ্রহী নন। তিনি মনোলগে বিশ্বাসী। অবশ্য মোদীর এমন আহ্বানে সাড়া দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘এ তো নজিরবিহীন ঘটনা। মোদিজিকে আমি আপনাদের মাধ্যমে রাফাল নিয়ে সরাসরি তর্কে বসার ফের আবেদন জানালাম। জানি উনি উত্তর দেবেন না, তবুও বলে রাখলাম’।