সদ্য ফাঁস হয়েছে ‘ইন্ডিয়া টুডে’র এক্সিট পোল। আর ঠিক সেই সময়েই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের গুলাম নবি আজাদ জানিয়ে দিলেন, ১২৫ টির বেশি আসন পাবে না বিজেপি। সঙ্গে স্পষ্ট করে দিলেন, কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী না হলেও তাঁদের কোনও আপত্তি নেই।
ছ’দফার নির্বাচনের পর এবার অপেক্ষা শেষ দফার। এরপরই ২৩ মে ভোটগণনা। ভোট পরবর্তী সরকার গঠনের চাবিকাঠি আঞ্চলিক দলগুলির হাতেই থাকবে বলে পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে। এরমধ্যেই প্রশ্ন একটাই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ যদি ক্ষমতা দখল করতে না পারে তবে প্রধানমন্ত্রী কে?
এই প্রসঙ্গেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ বলেন, ‘কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী না হলে, অন্য কাউকে হতে দেওয়া হবে না- এমন নয়। আমাদের (কংগ্রেস) কাছে ওটা এখন ইস্যু নয়।’ রাজ্যসভার বিরোধী দলনেতার মতে, ‘এখন ইস্যু একটাই। বিজেপি-এনডিএ-কে ক্ষমতা থেকে সরাতে হবে। নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না।’ তাঁর বিশ্বাস, ‘নির্বাচনের শেষ দফায় রয়েছি আমরা। দেশে প্রচারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিজেপি ক্ষমতায় আসছে না।’
এই ভোট-পরবর্তী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একজোট হয়েছে বিরোধী দলগুলি। চলতি লোকসভায় আঞ্চলিক দলগুলির গুরুত্ব নিয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফাঁস হওয়া এক্সিট পোলও আঞ্চলিক দলগুলিকেই এগিয়ে রাখছে। সেখানেও মমতার নেতৃত্বাধীন জোটকে গুরুত্ব দেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতিতে গুলাম নবি আজাদের ‘কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী না হলেও আপত্তি নেই’ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।