স্থানীয় ক্রিকেটের প্রথম ডিভিশন ওয়ান ডে প্রতিযোগিতা জিতল মোহনবাগান। সিএবি-র স্থানীয় ক্রিকেট মরসুমে দ্বিতীয় ট্রফি জিতল মোহনবাগান। জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হওয়ার পরে এ দিন প্রথম ডিভিশন ওয়ান ডে-র ফাইনালে কালীঘাট ক্লাবকে ৯৯ রানে হারায় সুদীপ চট্টোপাধ্যায়ের দল।
প্রথমে ব্যাট করে মোহন বাগান ৬ উইকেটে ৩৪৬ রান তোলে। বিবেক সিং ৭১ বলে ৬টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন। সুদীপ চ্যটার্জির সংগ্রহ ৩১ রান। মনোজ তিওয়ারি ৫৯ বলে করেন ৬১ রান। তবে দেবব্রত দাস ৩২ বলে ঝোড়ো ৭৮ রান যোগ করায় এক ধাক্কায় মোহন বাগানের রান অনেকটা বেড়ে যায়। দেবব্রত আটটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। জবাবে কালীঘাট ক্লাব ৪১. ৩ ওভারে ২৪৭ রানে অল-আউট হয়ে যায়। সৌরভ মণ্ডল তিনটি উইকেট নেন।
৩৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪৭ রানেই শেষ হয়ে যায় কালীঘাটের ইনিংস। ৮২ বলে ৮৭ রানের লড়াকু ইনিংস খেলেও কালীঘাট শিবিরে জেতার সম্ভাবনা তৈরি করতে পারেননি। চার নম্বর জুটিতে ঈশ্বরন ও শুভম চট্টোপাধ্যায় (৪৮) ৯৭ রান যোগ করেন। কিন্তু গরমের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যান শুভম। সেই জায়গায় আমির গনি নেমে ইনিংস ধরে রাখতে পারেননি। শুভম পরে নামলেও তিনি শটে সে ভাবে জোর পাচ্ছিলেন না। তুহিন বন্দ্যোপাধ্যায়ের বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন তিনি। তার পরেই শুরু হয় কালীঘাটের উইকেট-বৃষ্টি। তিন উইকেট বাঁ হাতি মিডিয়াম পেসার সৌরভ মণ্ডলের। দুই উইকেট তুহিনের। একটি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধ্যায়, রাজকুমার পাল, অয়ন ভট্টাচার্য, জয়জিৎ বসু ও মনোজ।
ম্যাচ শেষে অধিনায়ক সুদীপ জানিয়ে দেন, তাঁদের লক্ষ্য ত্রিমুকুট। সুদীপ বলেন, ‘‘টি-টোয়েন্টি ও ওয়ান ডে জেতা হয়ে গিয়েছে। এ বার লিগ জিতে মরসুম শেষ করতে চাই। দলে মনোজ থাকায় অনেকটাই সুবিধা হয়েছে। পাশাপাশি দেবব্রত ও বিবেক যে ইনিংস খেলেছে তার প্রশংসা করতেই হচ্ছে।’’